আবার বজ্র ঝলসে উঠছে সিনাই উপত্যাকায়
রং লেগেছে আবার বাস্তবের মুখশ্রীতে
এসেছে বিলয়ের বার্তা, সত্য দর্শনের আমন্ত্রণ

হে দেখার দৃষ্টি
এখন সময়, বলো, সাক্ষী থাকার সাহস আছে কি নেই
এখন প্রাণের শত্রু দুঃখ নিদানের সহায়
ইরমের স্বর্গোদ্যান এখন অনস্তিত্তের মরুর প্রতিচ্ছবি
ও পাগলামির ভাবনা!
না থাকার পথ বেয়ে চলবার সাহস আছে কি নেই!

হে দেখার দৃষ্টি
আবার হৃদয়কে সাফ করো, হয়তো এই ফলকে
তোমার আমার মাঝে নতুন কোনো প্রতিশ্রুতি উঠবে ফুটে
এখন অত্যাচারের প্রথা পৃথিবীতে অভিজাতদের হাতিয়ার
তাকে বৈধ করতে ধর্মগুরুরা হয়েছে দক্ষ
এখন বহু যুগের বাধ্যতার প্রথায় আনতে বদল
অস্বীকারের ফরমান নেমে আসা হয়ে গেছে অনিবার্য

আর শোনো
হয়তো এই নির্মল আলো
সেই গ্রন্থের প্রথম অক্ষর
নির্বিশেষে পৃথিবীর সব কাঙাল হৃদয়ের ওপর
যা এবার আসছে নেমে আকাশ হতে
শোনো
আরম্ভহীন সেই রূপান্তরে
আমি তুমিই সেই অসহায়
আমরাই জ্ঞানী, আমরাই জ্ঞাতজন
শোনো
ভাষাহীন, সহায়হীন এই আমরাই
শুভ বার্তাবাহক, আমরাই তাপস

সব হর্তাকর্তাদের ডেকে বলো
যেন নিজেদের কৃতকার্যের দফতর সামলায়
বিদ্রোহীদের জমায়েত যখন উঠে দাঁড়াবে
যখন ফাঁসিকাঠের আকুল আকাঙ্ক্ষা উঠবে জেগে বাঁচাবে বলে থাকবে না কেউ
বিচার সাজা এখানেই হবে সব
এখানেই পুণ্য এখানেই প্রতিফল
এখান থেকেই উঠবে শেষ বিচারের কোলাহল
এখানেই হবে হিসাবের দিন

অনুবাদক: জাভেদ হুসেন

You Might Also Like

03 Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion