রাবার বুলেটের নামকরণ এমনভাবেই করা যেন শুনতে মনে হয় খেলনা রাবারের বুলেট, যেটি কোনো ক্ষতি করতে পারে না। নন-লিথাল অস্ত্র মূলত শান্তিপূর্ণভাবে পরিচালিত নানা বিক্ষোভ, রায়ট, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে ব্যাবহৃত হয়ে থাকে। নন-লিথাল অস্ত্র প্রস্তুত করার মূল লক্ষ্যই ছিল সেটি যেন মানুষের কোনো ক্ষতি না করে। রাবার বুলেট নামটা শুনলে যতই খেলনা খেলনা প্লাস্টিক বা রাবারের বুলেটের মত মনে হয়, কিন্ত সেটি মোটেই সেরকম নয়। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে রাবার বুলেটের আঘাতে চিরতরে হাত পায়ে ভাঙন, চোখে অন্ধ, মস্তিষ্কে রক্তপাত থেকে শুরু করে , কিডনি, লিভারে রক্তপাতের কারণ হতে পারে এবং অতিরিক্ত ইনফেকশন থেকে মৃত্যূও হতে পারে!
রাবার বুলেট নানা ধরনের হতে পারে। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ রাবারের তৈরি বুলেট অথাব স্টিলের বুলেট উপরে রাবারের মোড়ক পরানো বুলেট। রাবার বুলেট মূলত তার গড়ন, ওজন ও আকৃতির ভেদে ব্যাবহৃত হয়ে থাকে। রাবার বুলেটের গড়নের জন্য সেটি খুব দ্রুত তার গতি হারাতে থাকে, তাই অনেক দূর থেকে মারলে তা চামড়া ভেদ করতে পারে না এবং সেই উদ্দেশ্যেই এটি ব্যাবহৃত হয়। কিন্তু খুব কাছ থেকে গুলি ছুড়লে রাবার বুলেট ও সাধারণ বুলেটে পার্থক্য থাকে না বললেই চলে। রাবার বুলেট ছুড়লে তা পা বা উরু লক্ষ্য করেই ছোড়ার কথা, যেন শরীরে বেশি ক্ষতি না করতে পারে। এসব নিয়ম মেনে রবার বুলেট ছোড়া হলে তা অনেকটা ছোট বলের আঘাতের মতই মনে হবে।
রবার বুলেট মূলত একধরনের KPI (Kinetic Impact Projectile)। এটি মূলত অস্ত্র থেকে নেওয়া গতিশক্তিকে মানুষের দেহে সঞ্চারিত করে। এর বিশাল ও ভিন্ন আকৃতি এবং স্বল্প গতির জন্য কখনই এটি সঠিক লক্ষ্যে ছোড়া যায় না। তাই অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবেই অনেক গুরুতর আঘাতের কারণ হয়ে দাঁড়ায়।

You Might Also Like

03 Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion