মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল

অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী

একদিন এক ধনী ভদ্রলোক একটা বুলবুলি পাখি ধরে তাকে খাঁচায় পুরতে চাইলেন।

কিন্তু পাখিটা তাঁকে বলল, ‘আমায় ছেড়ে দাও, আমি তোমায় ভালো উপদেশ দেব। হয়তো সেটা তোমার কাজে লাগবে।’

ধনী ভদ্রলোকটি বুলবুলিকে ছেড়ে দেবেন কথা দিলেন। তখন বুলবুলি তাঁকে প্রথম এই উপদেশ দিল—‘কর্তা, যা তুমি ফেরাতে পারবে না, তা নিয়ে কখনো আফসোস করো না।’

আর দ্বিতীয় উপদেশ দিল—‘যুক্তিহীন কথায় বিশ্বাস করো না।’

এই উপদেশ দুটি শুনে ধনী ভদ্রলোক বুলবুলিটিকে ছেড়ে দিলেন।

বুলবুুলি খানিকটা ওপরে উড়ে গিয়ে তাঁকে বলল, ‘এহ্ হে... তুমি ভালো করলে না আমায় ছেড়ে দিয়ে, তুমি যদি জানতে আমার কাছে কী রত্ন আছে! আমার ভেতরে আছে প্রকাণ্ড একটা দামি মুক্তো। সেটা পেলে তুমি আরও বড়লোক হয়ে যেতে!’

এ কথা শুনে ভদ্রলোক ভারি আফসোস করলেন। ওপরে পাখিটা যেখানে বসে ছিল, সেদিকে লাফ দিয়ে তিনি তাঁকে ধরতে গেলেন।

বুলবুলি বলল, ‘কর্তা, এখন আমি বুঝলাম, তুমি লোভী, আর বোকাও। যা ফেরাতে পারা যায় না তার জন্যে তুমি আফসোস করলে, আর আমার বাজে কথায় বিশ্বাসও করলে! দেখ তো আমার দিকে তাকিয়ে, কতটুকু আমি! আমার ভেতরে বড় মুক্তো থাকার জায়গা কোথায়?’

এই বলে সে উড়ে গেল।

You Might Also Like

03 Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion